শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

স্কুল শিক্ষার্থীদের শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়তে স্কুল ব্যাংকিং যথেষ্ট অবদান রাখবে

স্কুল শিক্ষার্থীদের শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়তে স্কুল ব্যাংকিং যথেষ্ট অবদান রাখবে
মো: আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি :
 বাংলাদেশ ব্যাংক রংপুর এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বলেছেন, সঞ্চয়ের মাধ্যমে স্কুলের ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিক তথা ব্যাংকিং কর্মকান্ডে অংশগ্রহনের মাধ্যমে দেশের আর্থিক অন্তরভুক্তি বৃদ্ধি এবং স্কুল শিক্ষার্থীকে আধুনিক ব্যাংকিং সেবা ও প্রযুক্তির সাথে সম্পৃক্ত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা সৃষ্টি করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ২০১০ সালে স্কুল ব্যাংকিং প্রচলন করার জন্য সব তফসিলী ব্যাংক পরামর্শ প্রদান করে। এরই ধারাবাহিকতায় অধিকাংশ তফসিলী ব্যাংক স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করেছে এবং স্কুল ব্যাংকিং কার্যক্রম ব্যাংক গুলো ইতামধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আমার বিশ্বাস স্কুল শিক্ষার্থীদের শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়তে স্কুল ব্যাংকিং যথেষ্ট অবদান রাখবে।
২১ অক্টোবর শনিবার লিড ব্যাংক জনতা ব্যাংক পিএলসি দিনাজপুর এরিয়া অফিসের সহযোগিতায় দিনাজপুর জেলায় সকল তফসিল ব্যাংকের সমন্বয়ে বাংলাদেশ  ব্যাংকের নির্দেশনায় স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জনতা ব্যাংক পিএলসি রংপুর বিভাগের মহা-ব্যবস্থাপক মোঃ আনিছুর রহমান আকন্দ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি দিনাজপুর এরিয়ার ডিজিএম মোঃ গোলাম ফারুক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় ঢাকার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: রমজান বাহার, সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস দিনাজপুরের জেনারেল ম্যানেজার মো: শাহ্ জাহান, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকার যুগ্ম পরিচালক এসএম জুবায়ের হোসেন ও দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক  মো: আলমগীর হোসেন ও ইসলামি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: হাসানুজ্জামান। সভার শুরুতে ইসরায়লি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহত নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে মনাজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদন মূলক “পুতুল নাচ” প্রদর্শিত হয়।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন