কুড়িগ্রামে সুয়ারেজ পাইপ থেকে বিদেশী মদ উদ্ধার, গ্রেফতার ১
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে অভিনব কৌশলে সুয়ারেজ পাইপ থেকে ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল লতিফ (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার মাদক কারবারি মোঃ আব্দুল লতিফ (৪০)এর বাড়ির দক্ষিণ ভিটার বাথরুমের সামনে পানি নিষ্কাশন প্লাস্টিকের পাইপের ভিতর থেকে অভিনব কায়দায় বাধা অবস্থায় ১৬ বোতল বিদেশি মদসহ আব্দুল লতিফকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ। পরে থানায় নিয়ে আসা হয়।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে। এর সাথে আরো কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান অব্যহত থাকবে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।