বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মাহমুদউল্লাহর অবসরের ইঙ্গিত

মাহমুদউল্লাহর অবসরের ইঙ্গিত

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আইসিসির যেকোনো মেগা আসর মানেই যেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের চোখ ধাঁধানো পারফরম্যান্স। ২০১৫ বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির পর ২০২৩ বিশ্বকাপেও ভেলকি দেখাচ্ছেন তিনি। বয়সের ভিড়ে বৈশ্বিক আসরেও ধার কমেনি রিয়াদের ব্যাটে। বিশ্বমঞ্চে নিজেদের সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও পেয়েছেন নৈপুণ্যে সাজানো এক সেঞ্চুরি। আর রিয়াদের শতকে বড় হারের লজ্জা এড়িয়েছে বাংলাদেশ। এবার বৈশ্বিক এ টুর্নামেন্ট থেকেই অবসরের ইঙ্গিত দিয়েছেন দ্য সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ। বৈশ্বিক ক্রিকেটের নিয়ন্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াদের দাবি, এটিই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে। কেননা, ২০২৭ বিশ্বকাপে তার বয়স হবে ৪১ বছর। ওই সময়ে তার খেলা চালিয়ে যাওয়া স্বাভাবিক নয়। আইসিসির ভিডিওতে রিয়াদের ভাষ্য, দেশের হয়ে অনেক দিন ধরেই খেলছি আমি। ২০০৭ সালে আমার অভিষেক হয় বাংলাদেশের জার্সিতে। এরপর অনেক সময় হয়ে গেল আমি খেলছি, আইসিসি ইভেন্টে চারটি সেঞ্চুরি করতে পারায় আসলে আমি নিজেকে ভাগ্যবানই মনে করি। দ্য সাইলেন্ট কিলার যোগ করেন, সত্যি কথা বলতে এটাই আমার শেষ বিশ্বকাপ। এরপর বাংলাদেশের হয়ে আমি আর কতদিন খেলতে পারবো, তা নির্ভর করছে আমার শরীর এবং পারফরম্যান্সের ওপর। তবে খুব তাড়াতাড়ি হোক বা আরও কিছু সময় পরেই হোক, আমাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হবে। এদিকে দীর্ঘ সময় ধরেই বাংলাদেশের ক্রিকেটে আস্থার নাম পঞ্চপাণ্ডব। তাদেরই একজন রিয়াদ। তাদের মধ্যে আগেই চলে গিয়েছেন মাশরাফি। তবে এরপর কি হবে, তা নিয়েও শঙ্কা আছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন