বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দুর্গাপুরে বিনা মূল্যে সার ও বীজ পেলেন আড়াই হাজার কৃষক

দুর্গাপুরে বিনা মূল্যে সার ও বীজ পেলেন আড়াই হাজার কৃষক

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বিতরণের আগে উপজেলা পরিষদ মিলনায়তনে সামনে কৃষকদের নিয়ে বীজ বিতরণ কার্যক্রম উদ্ধোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো. আরিফুল ইসলাম প্রিন্স’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ^াস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, সাংসদরে প্রতিনিধি বিপ্লব মজুমদার ,পৌর কাউন্সিলর আব্দুর রাশিদ। এ সময় ২ হাজার ৫শ জন প্রান্তিক কৃষকের হাতে সার ও বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা কৃষি কার্যালয় থেকে জানা গেছে, উপসহকারী কৃষি কর্মকর্তার দেওয়া আগ্রহী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার তালিকা অনুযায়ী সার ও বীজ দেওয়া হয়। উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২হাজার ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেয়েছেন এ সহায়তা।  সরকারের কৃষি প্রণোদনা সহায়তা কার্যক্রমের আওতায় সরিষা বীজ ১কেজি, এমওপি ১০ কেজি ও ডিএপি ১০ কেজি সার বিতরণ করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন