মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রেয়া ঘোষালের সঙ্গে হিন্দি গানে আসিফ

শ্রেয়া ঘোষালের সঙ্গে হিন্দি গানে আসিফ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : প্রথমবারের মতো একই গানে কণ্ঠ দিচ্ছেন বাংলাদেশের আসিফ আকবর ও বলিউডের শ্রেয়া ঘোষাল। তারা দুটি গান গাইবেন, যার একটি হবে হিন্দিতে। ফ্রান্সের বিলিভ মিউজিক থেকে প্রকাশিত হবে গান দুটি। আসিফ আকবর নিজেই বিষয়টি জানিয়েছেন। এর আগে ২০০৩ সালে সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুলের উৎসাহে ভারতের প্রখ্যাত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে মিলন নামে একটি দ্বৈত অ্যালবামে গেয়েছিলেন আসিফ। মনোয়ার হোসাইন টুটুল সুর করেছিলেন সেসব গানের। এর ২০ বছর পর ভারতের আরেক প্রখ্যাত শিল্পীর সঙ্গে গাইতে যাচ্ছেন দেশের এই জনপ্রিয় গায়ক। আসিফ বললেন, শ্রেয়া ঘোষাল তখন ছোট ছিলেন। বিগত দেড় দশকে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পাঁচবার ভারতীয় জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া ঘোষালের কণ্ঠের ভক্ত আমি। ভার্সাটাইল এই গায়িকার সুরে বিমোহিত সারা বিশ্ব। মাস তিনেক ধরে চলছিল শ্রেয়া আর আমার দ্বৈত গানের প্রজেক্ট নিয়ে আলোচনা। অবশেষে সিদ্ধান্ত হয়েছে একটা হিন্দি, একটা বাংলা গান রেকর্ড করা হবে। ২৪ নভেম্বর শ্রেয়া প্রথম হিন্দি গানটির ভয়েস দেবেন মুম্বাইতে। আর আসিফ বর্তমানে অসুস্থ। সুস্থ হলেই মুম্বাই গিয়েই গানের রেকর্ডে অংশ নেবেন। এই গানের কথা লিখেছেন ভারতের রবি বাসনেট। এর সুর ও সংগীত করেছেন রাজিব রায় ও মনতোষ দিঘারিয়া।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন