রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস

মৌলভীবাজার প্রতিনিধি
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক মুর্নীতি বিরোধী দিবস ২০২৩।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দূর্নীতি দমন কমিশন (দুদক) এর যৌথ উদ্যেগে পতাকা উত্তোলন মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর সহকারী পরিচালক মো: সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শাহ আখলাকুল আম্বিয়া।
দিবসটি উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি সনাক (টিআইবি) আয়োজনে পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজী মাহমুদ মিঠুন এর সভাপতিতে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতীক কমিটির সহ-সভাপতি আবু নাসের মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সচেতন নাগরিক কমিটির সনাকের সভাপতি দিপেন্দ্র ভট্টাচার্য, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, দুপ্রক সদস্য সাংবাদিক মো. কাওসার ইকবাল ও সনাক সদস্য কাজী আসমা আক্তার। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কমিশনার (ভূমি) সন্দীপ সন্দীপ তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক কর্মকর্তা পার্থ সিংহ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রকের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ তালুকদার প্রমুখ। দিবসটির এবারের প্রতিপাদ্য “উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ”।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন