বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে চারদিন ব্যাপী ষষ্ঠক নেতা প্রশিক্ষণ কোর্স- ২০২৪ এর শুভ উদ্বোধন

পার্বতীপুরে চারদিন ব্যাপী ষষ্ঠক নেতা প্রশিক্ষণ কোর্স- ২০২৪ এর শুভ উদ্বোধন

 পার্বতীপুর, দিনাজপুর প্রতিনিধিঃ – ‘স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন কাবিং সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে, বাংলাদেশের স্কাউটস এর পরিচালনায়, বাংলাদেশ স্কাউটস, রেলওয়ে অঞ্চলের তত্ত্বাবধানে, বাংলাদেশ স্কাউটস, পার্বতীপুর রেলওয়ে জেলার ব্যবস্থাপনায়, কেলোকা প্রিপারেটরি স্কুল, পার্বতীপুরে আজ (২৪ এপ্রিল) বুধবার উদ্বোধন হলো চারদিন (২৪-২৭ এপ্রিল) ব্যাপী ‘ষষ্ঠক নেতা প্রশিক্ষণ কোর্স- ২০২৪’ এর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তসলিম উদ্দিন আহমেদ, পরিচালক (যান্ত্রিক), বাংলাদেশ রেলওয়ে, রেল ভবন, ঢাকা, মোঃ আখতারুজ্জামান, উডব্যাজার, সম্পাদক, বাংলাদেশের স্কাউটস,পার্বতীপুর রেলওয়ে জেলা ও পরিচালক, এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল, রেজাউল করিম, উডব্যাজার, কোর্স লিডার ও কোর্সের প্রশিক্ষকবৃন্দ। সভাপতিত্ব করেন জনাব রেজাউল আলম সিদ্দিকী, কমিশনার, বাংলাদেশ স্কাউটস, পার্বতীপুর রেলওয়ে জেলা ও কর্ম ব্যবস্থাপক/ডিজেল, বাংলাদেশ রেলওয়ে পার্বতীপুর। পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র কোর্সের প্রশিক্ষক তারেক হাসান সান।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন