শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ম্যান ইউনাইটেডের বিদায়, সমীকরণে ঝুলছে পিএসজির ভাগ্য

ম্যান ইউনাইটেডের বিদায়, সমীকরণে ঝুলছে পিএসজির ভাগ্য

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে দিন বদলের কথা বলেছিলেন দলের ডাচ ম্যানেজার এরিক টেন হাগ। একটি শিরোপা জিতে সেই আভাসও দিয়েছিলেন। আত্মবিশ্বাসের সঙ্গেই টেন হাগ বলেছিলেন, প্রিমিয়ার লিগে ইউর্গেন ক্লপ আর পেপ গার্দিওলা যুগের অবসান ঘটাতেই এসেছেন তিনি। কিন্তু, মৌসুমের কয়েক মাস পর ভিন্ন এক বাস্তবতার মুখে দলটা। প্রিমিয়ার লিগে অবস্থান যেমন সুবিধাজনক না, তেমনি চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বাদ পড়েছে তারা।

ইউনাইটেডের সেই বিদায়টাও হয়েছে বাজেভাবে। নিজেদের গ্রুপে একেবারে সবার শেষ হয়ে বিদায় নিয়েছে তারা। মানে ইউরোপা লিগটাও খেলা হচ্ছেনা তাদের। মঙ্গলবার রাতে বায়ার্নের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে জিততেই হতো তাদের। একইসঙ্গে গ্যালাতাসারাই এবং এফসি কোপেনহেগেনের ম্যাচটাও হতে হতো ড্র। কিন্তু গ্রুপের অন্য ম্যাচ যেমন ড্র হয়নি, তেমনি ইউনাইটেড নিজেরাও জয় পায়নি। স্বাভাবিকভাবেই ইউরোপের পর্বটাকে বিদায় বলতে হচ্ছে তাদের। এবার প্রায় একই ভাগ্য বরণ করতে হতে পারে আরেক জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনকে। সমীকরণের মারপ্যাঁচে পড়ে বিদায় নিতে হতে পারে এমবাপের দলকে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ অব ডেথে তাদের সঙ্গী জার্মানির বুরুশিয়া ডর্টমুন্ড, ইংল্যান্ডের নিউক্যাসেল ইউনাইটেড, ইতালির এসি মিলান। এই গ্রুপ থেকে ডর্টমুন্ডের রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত হয়েছে এরইমাঝে। পিএসজি আছে দ্বিতীয় স্থানে। তাদের পয়েন্ট ৭। আর নিউক্যাসেল এবং এসি মিলানের পয়েন্ট ৫। আজ রাতে মুখোমুখি হবে  বরুসিয়া ডর্টমুন্ড-পিএসজি এবং নিউক্যাসল-এসি মিলান। পিএসজির সামনে এখন রাউন্ড অভ সিক্সটিনে যেতে হলে যেকোন মূল্যে হার এড়াতে হবে। ডর্টুমুন্ডের বিপক্ষে তারা হেরে গেলে বা ড্র করলে এবং অন্য ম্যাচে মিলান বা নিউক্যাসেলের যে কেউ জয় পেলে ছিটকে যেতে পারে ফ্রান্সের ক্লাবটি। তবে সেই ম্যাচ ড্র হলে, ডর্টমুন্ডের কাছে হেরেও পরের রাউন্ডে যেতে পারবে এমবাপের দল। অন্যদিকে নিউক্যাসলকে শেষ ষোলোতে যেতে হলে মিলানের বিপক্ষে জিততে হবে এবং আশা করতে হবে অন্য ম্যাচে পিএসজি যাতে না জেতে। একই কথা প্রযোজ্য এসি মিলানের ক্ষেত্রে। তাদেরকেও  শেষ ষোলোতে যেতে হলে নিউক্যাসলের বিপক্ষে জিততে হবে এবং অন্য ম্যাচে পিএসজিকে হারতে হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন