রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

মৌখিক পরীক্ষা মিস করা প্রার্থীদের সাক্ষাৎকার ২১ ডিসেম্বর

মৌখিক পরীক্ষা মিস করা প্রার্থীদের সাক্ষাৎকার ২১ ডিসেম্বর

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় প্রায় শেষ পর্যায়ে। এর আগে নির্ধারিত দিনে উপস্থিত হতে না পারা প্রার্থীদের সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ।

আগামী ২১ ডিসেম্বর এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) এনটিআরসিএ-র সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আব্দুল মান্নানের সই করা বিজ্ঞপ্তিতে পরীক্ষার এ সময়সূচি জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন কারণে যেসব পরীক্ষার্থী নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি মর্মে আবেদন করেছেন, তাদের মৌখিক পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর ১০টায় এনটিআরসিএ কার্যালয়ে গ্রহণ করা হবে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পরিবর্তিত এ তারিখ অবহিত করা হবে। প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণকালে পূর্বনির্ধারিত তারিখের জন্য ডাউনলোডকৃত প্রবেশপত্র এবং প্রবেশপত্রে বর্ণিত শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদপত্র ও নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপিসহ এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত থাকার অনুরোধ করা হলো। তবে তারিখ পরিবর্তনের জন্য যারা আবেদন প্রত্যাহার করে পরীক্ষায় অংশ নিয়েছেন, তাদের পুনরায় পরীক্ষা দিতে আসার প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত ২৪ সেপ্টেম্বর থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয়। পূর্ব-ঘোষণা অনুযায়ী-২০ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে। এর পরদিন ২১ ডিসেম্বর বিভিন্ন তারিখে অনুপস্থিতদের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে এনটিআরসিএ। ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হন। চলতি বছরের ৫ ও ৬ মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হয়। এতে অংশ নেন মোট এক লাখ চার হাজারের বেশি প্রার্থী। গত ৩০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজার ২৪২ জন প্রার্থী।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন