রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পাঁচবিবিতে পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধবিহারে ২ দিনব্যাপী মালো মহাসভার বার্ষিক সম্মেলন

পাঁচবিবিতে পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধবিহারে ২ দিনব্যাপী মালো মহাসভার বার্ষিক সম্মেলন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পু্রহাটের পাঁচবিবিতে পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধবিহার কমপ্লেক্সে ১৭ ও ১৮ ডিসেম্বর ২ দিনব্যাপী উত্তরবঙ্গ বাংলাদেশ মালো মহাসভার বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ই ডিসেম্বর সোমবার সকালে বাংলাদেশ মালো মহাসভা উচাইয়ের আয়োজনে পাথরঘাটা বৌদ্ধবিহার কমপ্লেক্সে অনুষ্ঠিত সম্মেলনের ২য় সমাপনী দিনে সভাপতিত্ব করেন উচাই মালো সংস্কৃতিক একাডেমীকের সভাপতি দিলীপ মালো। শুরুতেই উচাই মালো সংস্কৃতিক একাডেমীর শিশু শিল্পীদের পরিবেশনায় বৌদ্ধ ধর্মীয় উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন,পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার উচাইয়ের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক সুশীল প্রিয় ভিক্ষু ।পূর্ব সূর্যাপুর মহেশ্বরী দাসী বৌদ্ধবিহার উচাই এর সভাপতি মাস্টার মৃগাঙ্গ মালোর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও নটরডেম কলেজ ঢাকার প্রাক্তন অধ্যক্ষ এ্যাড: মাইকেল বি মাল্ল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আটাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান করুণা কান্ত বেগ,প্যাগোডা ভিত্তিক প্রাথমিক শিক্ষা প্রকল্পের ফিল্ড সুপারভাইজার কৌশিক বড়ুয়া ও নীলফামারী বৌদ্ধ মন্দিরের সভাপতি উত্তম কুমার মালো প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন এ্যাবরিজিনাল ডেভেলপমেন্ট সার্ভিস বাংলাদেশ (এ ডি এস বি)।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন