মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ডোমারে নৌকা প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

ডোমারে নৌকা প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
 রবিউল হক রতন , ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন নং-১২ নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৯ ডিসেম্বর সকাল এগারোটায় উপজেলার ০২ নং কেতকীবাড়ী ইউনিয়নের চান্দখানা উচ্চ বিদ্যালয় মাঠে কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
নীলফামারী জেলা ছাত্রলীগের সহ- সাধারণ সম্পাদক মজিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জরুল হক চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নীলফামারী জেলা আওয়ামী লীগের সদস্য এবং ০৯ নং সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদ আহমেদ শান্তু, কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম বসুনিয়া, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাধীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাবেদুল ইসলাম সানবীম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, কেতকীবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও চান্দখানা ঘনুরাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল কবির জিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন আসছে আগামী ০৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার সরকারের মনোনীত ৩য় বারের মতো নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারকে পূর্ণরায় নির্বাচিত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দলমত নির্বিশেষে পূর্ণরায় নৌকা প্রতিককের বিজয় নিশ্চিত করার আহবান জানান।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন