মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ভাইরাল ‘কফি শপ’, নেপথ্যে যে কারণ

ভাইরাল ‘কফি শপ’, নেপথ্যে যে কারণ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : প্রতিদিন সামাজিক মাধ্যমে হাজারো ভিডিও সামনে আসে। এর মধ্যে কিছু ভিডিও খুব সহজেই মানুষকে আকৃষ্ট করে। ভিডিওগুলো প্রভাব ফেলে মনেও। এবার সবাইকে অবাক করা একটি ভিডিও সামনে এসেছে। বলা হয়, পৃথিবীর সর্বত্র আছে শিল্পীর ছোঁয়া। কিন্তু সব শিল্পীরা স্বীকৃতি পান না। এবার ওপার  বাংলার শহর কলকাতার টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে একটি কফি শপ সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। মূলত এই কফি শপের মালিকের সৃজনশীলতা ও শপটির সাজসজ্জার ফলে এটি ভাইরাল হয়েছে।জানা গেছে, ওই কফি শপটি শ্যামা প্রসাদ দে নামে এক চিত্র শিল্পীর। যিনি পেশাদার কার্টুনিস্ট ও স্কেচ শিল্পী। পেশাদার কার্টুনিস্ট হয়েও রোজগারের জন্য শ্যামাকে এই কফিশপ খুলতে হয়েছিল। কিন্তু, তিনি তার সৃজনশীলতাকে লুকিয়ে রাখেন নি। বরং, পুরো কফি শপটিতে, এমনকি কফির কাপেও কার্টুন এঁকেছেন।সাড়ে চার লাখ টাকা চিবিয়ে খেয়ে ফেলল পোষা কুকুর! বুর্জ খলিফার ভেতর বাড়ি যাদের কেমন জীবন-যাপন করেন তারা  শ্যামা প্রসাদ জানান, আজ মানুষ হাসতে ভুলে গেছে, আমি আমার শিল্প দিয়ে তাদের হাসাতে চাই। ইনস্টাগ্রাম ভ্লগার আরাধনা চ্যাটার্জি শ্যামা প্রসাদের এই অনবদ্য কফিশপের বিষয়টি সবার সামনে তুলে ধরেন। যেটি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে।জানা গেছে, ওই কফিশপের প্রতিটি কোণে বিভিন্ন কার্টুন দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি, রয়েছে বিভিন্ন ক্যালিগ্রাফিক উদ্ধৃতিও। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, এত ভালো কার্টুনিস্ট হওয়ার পরও তাকে কেন কফিশপ খুলতে হলো? সামনে এসেছে সেই উত্তরও। মূলত, লক্ষ লক্ষ মানুষের মতো, কার্টুনিস্ট হিসেবে দে-এর কাজও করোনার সময় থমকে গিয়েছিল। এমন পরিস্থিতিতে, সংসারের খরচ মেটাতে এই কফিশপ খুলেছিলেন তিনি। এখন তার দোকানে কফি বিক্রি হয় এবং ক্রেতারা তার তৈরি কার্টুন এবং স্কেচও কেনেন। পাশাপাশি, অনেকে এই দোকানে এসে সেলফিও তুলছেন। আর এইভাবেই শ্যামা প্রসাদের তার শিল্পসত্ত্বার মাধ্যমে কফি শপে আকৃষ্ট করছেন সবাইকে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন