বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন যে ২৫ জন

মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন যে ২৫ জন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  আগামীকাল বৃহস্পতিবার বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেবেন।  মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা বৃহস্পতিবার শপথের পর জানা যাবে। কাল সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

যারা মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন তারা হলেন

১.আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (নোয়াখালী-৫)

২. আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২)

৩. ডা. দীপু মনি (চাঁদপুর-৩)

৪. তাজুল ইসলাম (কুমিল্লা-৯)

৪. আ ক ম মোজাম্মেল হক  (গাজীপুর-১)

৬. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪)

৭. মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১)

৮. আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)

৯. আনিসুল হক (বাহ্মণবাড়িয়া-৪)

১০. মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭)

১১. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪)

১২. সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১)

১৩. র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)

১৪. মো. আব্দুর রহমান (ফরিদপুর-১)

১৫. নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫)

১৬. আব্দুস সালাম (ময়মনসিংহ-৯)

১৭. মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯)

১৮. ফরহাদ হোসেন (মেহেরপুর-১)

১৯. মো. ফরিদুল হক খান (জামালপুর-২)

২০. মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২)

২১. সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)

২২. জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)

২৩. নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)

২৪. স্থপতি ইয়াফেস ওসমান

২৫. ডা. সামন্ত লাল সেন

এই ২৫ জনের মধ্যে ২৩ জন নির্বাচিত সংসদ সদস্য। এ ছাড়া দুজন টেকনোক্র্যাট (নির্বাচিত সংসদ সদস্য নন) হিসেবে মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছেন। তারা হলেন বর্তমান মন্ত্রিসভার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান এবং বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন। এছাড়া নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হচ্ছেন আগের মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর দায়িত্ব পালন করা ফরিদুল হক খান, ফরহাদ হোসেন ও মহিবুল হাসান চৌধুরী নওফেল। এদের মধ্যে ফরিদুল হক খান ধর্ম প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং নওফেল শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নতুন ৭ প্রতিমন্ত্রী

আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬)

বেগম সিমিন হোসেন (রিমি) (গাজীপুর-৪)

মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭)

মো. মহিবুর রহমান (পটুয়াখালী-৪)

কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)

বেগম রুমানা আলী (গাজীপুর-৩)

শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২)

আগের মন্ত্রিসভার যে ৪ প্রতিমন্ত্রী ডাক পেয়েছে  

নসরুল হামিদ (ঢাকা-৩)

জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩)

খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২)

জাহিদ ফারুক (বরিশাল-৫)

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন