বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৯ জানুয়ারি থেকে ৮৩তম ডিএসএসসি (এএমসি) এবং ৬৯তম ডিএসএসসি (এডিসি) কোর্সের আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অফিসার ক্যাডেট নিচ্ছে নৌবাহিনী, এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করুন সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার,
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: ৮৩তম ডিএসএসসি (এএমসি) এবং ৬৯তম ডিএসএসসি
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম):
ক। আর্মি মেডিকেল কোর (এএমসি) – (পুরুষ/মহিলা):
১। এমবিবিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ)।
২। ইন্টার্ণশীপ সম্পন্নকারী।
৩। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫.০০।
খ) ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ৩টি তে ‘এ’ গ্রেড, ৩টি তে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যুনতম ১টি তে ‘এ’ গ্রেড, ১টি তে ‘বি’ গ্রেড।
খ। আর্মি ডেন্টাল কোর (এডিসি) – (পুরুষ/মহিলা):
১। বিডিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ)।
২। ইন্টার্ণশীপ সম্পন্নকারী।
৩। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫.০০।
খ) ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ৩টি তে ‘এ’ গ্রেড, ৩টি তে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যুনতম ১টি তে ‘এ’ গ্রেড, ১টি তে ‘বি’ গ্রেড।
জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।
বয়স: ০১ জুলাই ২০২৪ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
বৈবাহিক অবস্থা
ক। পুরুষ: অবিবাহিত। তবে, ০১ জুলাই ২০২৪ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
খ। মহিলা: অবিবাহিতা/বিবাহিতা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৪