উপজেলা নির্বাচনে নৌকা না থাকার বিষয়ে যা বললেন নানক
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
এ নিয়ে আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
সচিবালয়ে সাংবাদিকদের নানক বলেন, ‘উপজেলা নির্বাচনকে সার্বজনীন করার জন্যই দলীয় প্রতীকে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব বের হয়ে আসবে।’
বিএনপির নির্বাচনে আসা নিয়ে নানক বলেন, ‘বিএনপি নির্বাচনে আসলে স্বাগত জানাই। এখানে আইনের ব্যত্যয় ঘটবে না।’
সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে নির্বাচনের দলীয় প্রার্থী ও এর বাইরে যারা আছেন, তাদের মধ্যে যে সব ভুল বোঝাবুঝি আছে তা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান।’
ওবায়দুল কাদের বলেন, ‘সংরক্ষিত নারী আসনের বিষয়টি এখনো সিদ্ধান্ত হয়নি তবে দলে খুব দ্রুত দলীয় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হবে। দলের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলের সভাপতি সিদ্ধান্তই চূড়ান্ত।’