বিকেএসপিতে নিয়োগ বিজ্ঞপ্তি,
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন শূন্য পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল রোববার (২৮ জানুয়ারি) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে পারবেন।
এক নজরে বিকেএসপিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)
পদের সংখ্যা: ২টি
লোকবল নিয়োগ: ০৪ জন
পদের নাম: কোচ (টেনিস-০২, ক্রিকেট-০১)
পদসংখ্যা: ০৩টি
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
প্রয়োজনীয় যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারী। তবে শর্ত থাকে যে, বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে ডিপ্লোমার প্রয়োজন হবে না। যথা:-
(ক) জাতীয় দলের সাবেক বা বর্তমান কোনো খেলোয়াড়
(খ) জাতীয় দলের প্রশিক্ষক
(গ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কোচিং বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত
(ঘ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে কোচ হিসেবে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা
(ঙ) আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত
(চ) আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদন্ত কোনো কোচিং কোর্সে সার্টিফিকেট বা লাইসেন্সপ্রাপ্ত।
পদের নাম: জিম ম্যানেজার
পদসংখ্যা: ০১টি
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
প্রয়োজনীয় যোগ্যতা: স্নাতক ডিগ্রি এবং মান্টি জিম রক্ষণাবেক্ষণ কাজে তিন বছরের অভিজ্ঞতা। তবে শর্ত মেকানিক্যাল ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া: স্ব-হস্তে লিখিত নির্ধারিত ফরমে আবেদনকারীর সাম্প্রতিক সময়ের ৩ কপি (৫১৫ সে.মি) সাইজের সত্যায়িত ছবিসহ মহা পরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা-এর বরাবরে ডাকযোগে অথবা অফিসে সংরক্ষিত বাক্সে (অফিস চলাকালীন সময়ে) পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪