বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

প্রথমবার সংসদ অধিবেশনে গিয়ে যা বললেন ফেরদৌস

প্রথমবার সংসদ অধিবেশনে গিয়ে যা বললেন ফেরদৌস

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সিনেমার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ এখন ঢাকা-১০ আসনের এমপি। নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

মঙ্গলবার বিকেল ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়েছে। অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে ফেরদৌস আহমেদও প্রথম অধিবেশনে অংশগ্রহণ করেছেন। সংসদের অধিবেশ কক্ষে গিয়ে সেলফিও তুলেছেন তিনি।

ফেরদৌস সেই ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ সকল ভালোবাসার মানুষের দোয়া চাই।’

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের হয়ে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন।

ফেরদৌস অভিনীত প্রথম সিনেমা ‘বুকের ভিতর আগুন’। এরপর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরীর ‘পৃথিবী আমারে চায় না’ সিনেমায়। ১৯৯৮ সালে ভারতের বাসু চ্যাটার্জির যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’তে অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয়তা ও প্রশংসিত হন ফেরদৌস। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কাজ করেছেন কলকাতার সিনেমাতেও।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন