রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশের ম্যাচ সূচিতে পরিবর্তন

বাংলাদেশের ম্যাচ সূচিতে পরিবর্তন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সৌদি আবরেই হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প। ২ থেকে ১৭ মার্চ সেখানে অনুশীলন করবেন জামাল-মোরসালিনরা। সেখান থেকে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ খেলার জন্য কুয়েত চলে যাবে বাংলাদেশ দল। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ সূচিতে এসেছে পরিবর্তন। ২১ মার্চ ছিল বাংলাদেশের হোম ম্যাচ, তবে পরিবর্তিত সূচিতে সেদিন হবে অ্যাওয়ে ম্যাচ। আর ২৬ মার্চ হবে ফিরতি লেগ। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষরা এশিয়ান কাপে যখন নিজেদের ব্যস্ত রেখেছে তখন ঘরোয়া লিগে ব্যস্ত রাকিব-মোরসালিনরা। এশিয়ার শীর্ষ আসরে প্রতিপক্ষরা যে ফলই করুক, বাছাইয়ে টিকে থাকতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করতে চায় লাল সবুজ। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের জন্য সৌদি আরবে ক্যাম্প করার পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। মধ্যপ্রাচ্যের দেশটি থেকেও মিলেছে সাড়া। আল তাইফে কিং ফাহাদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ২ থেকে ১৭ মার্চ চলবে বাংলাদেশের প্রস্তুতি। বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের দল ২ মার্চ সৌদি আরবে ক্যাম্প শুরু করবে। সেখানে ১৭ মার্চ পর্যন্ত অনুশীলন করে কুয়েতে যাবে ম্যাচ খেলতে। আমি মনে করি, ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ ভালো ফলাফল করতে পারবে। লেবাননের বিপক্ষে আমরা ভালো খেলছি। জিতলেও অবাক হওয়ার ছিল না। তবে লেবাননের চেয়ে ফিলিস্তিন বেশি শক্তিশালী। তাই তাদের বিপক্ষে ভালো কিছু করতে হলে আমাদের আরো প্রচেষ্টা থাকতে হবে। আমি আশান্বিত। কারণ, ফুটবলাররা খেলার মধ্যে আছে।’ বাংলাদেশের হেড কোচ কাবরেরা বলেন, ‘যে সুযোগ সুবিধা চেয়েছিলাম পেতে যাচ্ছি, আমি সন্তুষ্ট। বিশেষ করে সৌদি আরবের ক্যাম্পটা আশা করি কার্যকরী হবে। গত বছর ভালো করায়, এবছর আরও ভালো করার চ্যালেঞ্জ থাকছে।’ ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ দিন। পরদিনই জাতীয় দলের প্রাথমিক দল ঘোষণা হতে পারে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন