ফুলবাড়ীর সীমান্তে ভারতীয় যুবক আটক
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় যুবককে আটক করেছে। ওই যুবকের নাম বাদল মিয়া (৩৫)। তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নটকোবাড়ী নয়ারহাট এলাকার জাহেদুল মিঞার ছেলে। পরে বিজিবি আটক ওই ভারতীয় যুবককে ফুলবাড়ী থানায় সোপর্দ করলে ফুলবাড়ী থানা পুলিশ রবিবার দুপুরে তাকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে।
জানা গেছে , গত শনিবার উপজেলার বালারহাটের সাপ্তাহিক হাটের দিন ছিল। সন্ধ্যার ভারতীয় যুবক বাদল বালারহাট বাজারের গরুর হাটে সন্দেহজনক ঘোরাফেরা করছিল। এসময় খবর পেয়ে বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে বিওপিতে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভারতীয় বলে জানায়। আটক ভারতীয় যুবক উপজেলার বালাতারী সীমান্তের ৯৩১ নম্বর পিলারের নিকট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানা গেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রানকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ভারতীয়কে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।