বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

উলিপুরে হানাদার মুক্ত দিবস উদযাপন

উলিপুরে হানাদার মুক্ত দিবস উদযাপন
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে হানাদার মুক্ত দিবস
উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উলিপুর বণিক সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, আতাউর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। ফিরোজ আলম মন্ডলের সঞ্চালনায়
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহিনুর আলমগীর, সুজনের সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকী প্রমুখ।
প্রসঙ্গত, ৪ ডিসেম্বর উলিপুর হানাদার মুক্তদিবস অন্যান্য জেলা উপজেলার মতো উলিপুর উপজেলার মুক্তিযুদ্ধের গৌরবান্বিত ইতিহাস রয়েছে। মহান মুক্তিযুদ্ধে এ উপজেলার বেশির ভাগ অঞ্চল ১১ নং সেক্টরের এবং দূর্গাপুর, বেগমগঞ্জ, বুড়াবুড়ি ইউনিয়নের কিছু অংশ ৬ নং সেক্টরের অন্তর্ভূক্ত ছিল। ১৯৭১ সালের আজকের দিনে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে উলিপুুর ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানি শত্রুবাহিনী।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন