মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে ঝিনাইগাতীতে মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে ঝিনাইগাতীতে মানববন্ধন
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শেরপুরের ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকরা। ১৮ জুন রবিবার সকাল ১১টায় উপজেলার সদর বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ঝিনাইগাতী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, রির্পোর্টাস ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সিনিয়র  সাংবাদিক এম মোকাদ্দেস আলীর সভাপতিত্বে এবং  ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনিরের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন,  ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী টিটু,  উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু,
রির্পোর্টাস ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.  মোরাদ হোসেন চাঁন, সাংবাদিক মোহাম্মদ দুদু মল্লিক, সারোয়ার হোসেন, সাদ্দাম হোসেন সুবর্ণ, সোহেল রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ড দিয়ে বুঝতে পারছি  মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত করেছে। এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে যার প্রমাণ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ড। যার তদন্ত এখনও শেষ হয়নি।  এ সময় বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডে জড়িত সবাইকে দ্রত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন