শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

পার্বতীপুরে বড়পুকুরিয়ায় বাড়ি-ঘরে কম্পন ফাটলে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীর মানববন্ধন

পার্বতীপুরে বড়পুকুরিয়ায় বাড়ি-ঘরে কম্পন ফাটলে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীর মানববন্ধন

সোহেল সানী : দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলনে খনি পাশ^বর্তী পাঁচঘরিয়া ও পাতিগ্রামের ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন। আজ সোমবার সকাল ১১টায় উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতরাপাড়া মোড়ে ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির মানববন্ধনে নারী-পুরুষ, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি মতিয়ার রহমান ও সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ আলী মন্ডলসহ ভূমি বসতবাড়ি রক্ষা কমিটির নেতৃবৃন্দ। ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি মতিয়ার রহমান বলেন, কয়লাখনির পশ্চিমে পাচঘরিয়া ও পাতিগ্রামের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। খনির ভূ-গর্ভ থেকে কয়লা উত্তোলনের ফলে বাড়ি-ঘরে ফাটল ধরেছে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ করেননি। ক্ষতিগ্রস্থ এলাকার বেকারদের চাকুরী দেওয়ার কথা থাকলেও চাকুরী দেওয়া হয়নি। খনি কর্তৃপক্ষ সমঝোতা চুক্তি ভঙ্গ করে বহিরাগতদের চাকুরী দিচ্ছেন। ক্ষতিগ্রস্থ এলাকায় তীব্র পানির সংকট। বর্ষাকালে সাধারণ জনগণ স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের জন্য রাস্তা পূন:নির্মান করতে হবে। খনির কারণে পরিবেশ, রাস্তা, সামাজিক প্রতিধ্বনিগুলোর সঠিক রক্ষনাবেক্ষণের জন্য সিএসআর ফান্ড থাকলেও তা ক্ষতিগ্রস্থ এলাকায় তা দেয়া হচ্ছে না। উল্লেখ্য, ২৯ মে ও ৯ জুলাই বাড়ি-ঘরে কম্পন জনিত ফাটলের বিষয়ে বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে অবগত করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন