কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সাভারে কোটি টাকার হেরোইনসহ শহিদুল হক (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৪) সদস্যরা। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৪, মিরপুর-১ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার ও হেরোইন উদ্ধার করেন র্যাবের সদস্যরা। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুরে অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। এ সময় একটি ট্রাকের সিটের নিচে লুকানো অবস্থায় ১ কেজি হেরোইন পাওয়া যায়। যার বর্তমান বাজারমূল্য কোটি টাকা। গ্রেপ্তারকৃত ব্যক্তি হেরোইন সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলেন। এ বিষয়ে র্যাব-৪, মিরপুর-১ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ট্রাক মালামাল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানীতে মাদক নিয়ে প্রবেশ করবে। এ সময় পথে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ট্রাকের সিটের নিচে লুকানো অবস্থায় হেরোইন উদ্ধার করা হয়েছে। পরে ওই ব্যক্তিকে র্যাব গ্রেপ্তার করে। সেই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়েছে।