শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হোমনায় কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য সামগ্রীর দাম বাড়ানোর চেষ্টা করলে মোবাইলকোর্টে সাজা — ইউএনও হোমনা

হোমনায় কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য সামগ্রীর দাম বাড়ানোর চেষ্টা করলে মোবাইলকোর্টে সাজা — ইউএনও হোমনা

মো. কামাল হোসেন: হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা হোমনা উপজেলার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, হোমনায় কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো ব্যবসায়ী যদি নিত্য সামগ্রীসহ যে কোনো পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে তাহলে তাকে মোবাইলকোর্টের মাধ্যমে সাজা দেওয়া হবে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃংখলা কমিটির সভায় সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও নাছিমা আক্তার রিনা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন, মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান মো. জালাল পাঠান, সাদেক সরকার, জসীম উদ্দিন সওদাগর, তাইজুল ইসলাম মোল্লা, মোজাম্মেল হক প্রমুখ।
সভায় চুরি- ডাকাতি, বাল্যবিয়ে, আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পোষাক সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখা, হোমনা বাজারের যানজট নিরসনের পদক্ষেপ নেয়াসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন