বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য ঢাকায় আবু সাঈদের পরিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য ঢাকায় আবু সাঈদের পরিবার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাবা-মা ঢাকায় অবস্থান করছেন।

 

রোববার (২৮ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দেখা হওয়ার কথা রয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে তারা পীরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।  বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশের হাসান।

 

 

 

 

 

তিনি বলেন, আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও তার স্ত্রী এবং ছেলেকে সঙ্গে নিয়ে গেছেন। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। আমরা সে ব্যবস্থা করেছি। তবে, কখন দেখা হবে তার এখনো কনফারমেশন আমি পাইনি।

 

বর্তমানে তার পরিবার রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থান করছেন।

 

প্রসঙ্গত, গেল ১৬ জুলাই কোটা আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন