শীতের মাঝে নির্বাচনের প্রকৃত আমেজ যোগাতে নির্বাচনীয় অস্থায়ী অফিস গুলোতে চলছে ধুমধাম চা-আড্ডা
এন,এম,সজীব:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এমপি শিবলী সাদিক দিনাজপুর-৬ তথা চার উপজেলা নবাবগঞ্জ,বিরামপুর,হাকিমপুর,ঘো
এরই ধারাবাহিকতায় বিরামপুরের চার নম্বর দিওড় ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার,ওয়ার্ড ও জনসমাগম এলাকায় এমপি শিবলী সাদিক মহোদয়ের নৌকা মার্কার প্রচার-প্রচারণায় মাংকি নির্বাচনীয় অফিস উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।
এসময়ে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বেপারীটোলা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাফি মন্ডল, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বিরামপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম রাব্বানী মাষ্টার,যুবলীগ নেতা হাজী পারভেজ চৌধুরী,বেপারী টোলা হাইস্কুলের বিএসসি আজিজুল হক,ইউনিয়ন ছাত্রনেতা নোমান চৌধুরী,১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সুলতান মাহমুদ মিন্টু ,সমাজ সেবক আলতাফ হোসেন, চার নম্বর ইউপি সদস্য মুক্তার হোসেন,৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আকরামুল হক,এবং স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্থরের নেতা-কর্মীবৃন্দ,এছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এসব বিষয়ে কিছু জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন,প্রচারেই প্রাসার। আমার চার নম্বর দিওড় ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে প্রায় ৪২ থেকে ৪৪ টি গ্রাম রয়েছে,আমার অত্র ইউনিয়ন বাসি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রকৃত আমেজ চা-আড্ডা,আলাপ আলোচনা প্রতিটি অফিসে উৎস মুখর পরিবেশ গড়েতুলবে এবং এমপি শিবলী সাদিক মহোদয়ের নৌকা মার্কার প্রচার-প্রচারণা ও ভোট সংগ্রহে আমাদের সকল নেতা-কর্মীর সমন্বয়ে ৭ জানুয়ারী নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে দিন শেষে আলোচনা ও মতবিনিময় এসব মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।