কুড়িগ্রামের রাজারহাটে জেলা পরিষদ চেয়ারম্যান পদে ভোট চাইলেন আলহাজ্ব জাফর আলী
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে গত বুধবার ১৪ফেব্রুয়ারি বিকেলে কুড়িগ্রাম জেলা পরিষদের উপ নির্বাচনকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান পদে ভোট চাইলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলী। রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি দোয়া সমর্থন ও ভোট চান। উপজেলার সকল ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানান সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাফর আলীকে। বিগত জেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালীন সময়ে জেলার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বক্তারা আবারও কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করার আহ্বান জানান তারা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু সাইদ লোবান, সহ সভাপতি জেলা আওয়ালীগ, রাশেদুজ্জামান বাবু সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ালীগ, জিল্লুর রহমান টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আওয়ালীগ, অসীম কুমার, কোষাধ্যক্ষ জেলা আওয়ালীগ, আনিচুর রহমান চাঁদ, যুগ্ম আহবায়ক জেলা যুবলীগ কুড়িগ্রাম, সাজেদর রহমান মন্ডল চাঁদ, সহ সভাপতি রাজারহাট উপজেলা আওয়ালীগ,এনামুল হক, জেলা পরিষদ সদস্য কুড়িগ্রাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন আব্দুস ছালাম, চেয়ারম্যান চাকিরপশার ইউনিয়ন পরিষদ প্রমুখ।
উল্লেখ্যঃ থাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ আওয়ালীগ থেকে মনোনয়ন কিনেন। দলীয় সিদ্ধান্ত মোতাবেক তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। তাই পুনরায় জেলা পরিষদ উপ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন।