শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে সাংবাদিকের সাথে মতবিনিময়

পার্বতীপুরে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে সাংবাদিকের সাথে মতবিনিময়

মিলন পারভেজ: ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের গৃহিত কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মো: সায়েম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মৎস্য বীজ উৎপাদন খামার পার্বতীপুরের খামার ব্যবস্থাপক মো: মাহফুজুল হক। এসময় স্থানীয় ও জাতীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপি নানা কর্মসূচি তুলে ধরা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন