রাজারহাটে সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে সচেতন হিন্দু সমাজের ব্যানারে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও একটি বিক্ষোভ মিছিল করা হয়।
সোমবার ১২আগস্ট সকাল ১১ঃ৩০ ঘটিকায় উপজেলার সোনালী ব্যাংক চত্ত্বরে রাজারহাটের সচেতন হিন্দু সমাজ আয়োজিত সারাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, বাড়ি-ঘরে অগ্নি সংযোগ মন্দির হামলা, প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বাজারের সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্ত্বরে সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পাড়ায় মহল্লায়, ও হিন্দুদের বাসাবাড়িতে অগ্নিসংযোগ ও হামলা করছে দুর্বৃত্তরা। হামলা প্রতিরোধে কেউ এগিয়ে আসেনি। চারদিকে আতঙ্ক বিরাজ করছে। যা এই সময়ে কাম্য হতে পারে না। তারা আরও বলেন, বৈষম্য নিরসনের কথা বলা হলেও এই হামলাকারীদের বিরুদ্ধে কোনো পক্ষই কোনো ব্যবস্থা নিচ্ছে না।
মিছিলে অংশগ্রহণকারীরা এ সময় আমার ঘরে হামলা কেন, জবাব চাই জবাব দাও, জাতপাত নিপাত যাক, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বলে স্লোগান দিতে থাকেন। মানববন্ধনে বক্তারা বলেন, জন্মসূত্রে এই দেশ আমাদের সবার। এখানে আমাদের নিরাপত্তা চাই। দেশে যে সরকারই ক্ষমতায় আসুক আমাদের সমস্যা নেই। আমাদের দাবি তারা যেনো আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনায় হামলা না চালান। আমরা নিরাপত্তা চাই।