রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত 

রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত 
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ই ডিসেম্বর গনহত্যার শিকার সকল শদীদদের স্মরণে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার ১৪ই ডিসেম্বর ৪ঃ৪৫ঘটিকায় উপজেলার ঠাঁটমারী বধ্যভুমিতে মোমবাতি প্রজ্বলন,শোকযাত্রায়, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়া করা হয়,পরে শহীদদের স্বরণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় এর সভাপতিত্বতে বক্তব্য রাখেন,রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,বীর মুক্তিযোদ্ধা উপজেলার মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোঃ রজব আলী, সাবেক ডোপুটি কমান্ডার মোঃ সোলেমান আলী, বীর মুক্তিযোদ্ধা মন্টু কার্জ্জী, এসিল্যান্ড এবি এম আরিফুল ইসলাম, রাজারহাট থানার অফির্সার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, কৃষি অফিসার শামসুন্নাহার সাথী,চাকিপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম,প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,রাজারহাট প্রেসক্লাব সভাপতি অরুন যদি সরকার সহ অন্যান্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, রাজারহাট মডেল প্রেসক্লাব সভাপতি ডাঃ রফিক ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইয়াছমিন বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মশিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাহানুর আলম সোহেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য,দিবসটি উপলক্ষ্যে রাজারহাট ঠাঁটমারী বধ্যভুমির স্মৃতি স্তম্ভে মোমবাতি জ্বালিয়ে আলোচনা সভা শেষে সকল শদীদদের  স্মরণে আত্নার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন