বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত 

পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত 
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষে ১৫ আগস্ট  মঙ্গলবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতায় পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সিনিয়র সহকারি পুলিশ সুপারের নেতৃত্বে থানা পুলিশ, পলাশবাড়ী প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন ও আওয়ামী লীগের অঙ্গসংগঠন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ, মৎস্যজীবীলীগ ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুলাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বর্তমান জেলা আওয়ামী লীগ সদস্য  ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌরমেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ আরজু মো.সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, সহ-সভাপতি সাইফুল্যার রহমান চৌধুরী তোতা, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,শিক্ষক মিজানুর রহমান মিজান, প্রভাষক তহমিনা বেগম, যুব মহিলালীগ সভাপতি কল্পনা বেগম প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্সট্রাক্টর সোহেল মিয়া।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন