বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় ৬ এসএসসি পরীক্ষার্থী আহত

আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় ৬ এসএসসি পরীক্ষার্থী আহত

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের আটোয়ারীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ৬ এসএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার (১৬ মে) সকালে উপজেলার ছেপড়াঝার – তোড়িয়া সড়কের নাওগজ নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
উল্লেখ, কাটালী উচ্চ বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী চলতি বছরের এস.এস.সি পরীক্ষার্থী ওই দিন সকালে ছেপড়াঝার নিজ গ্রাম হতে একটি অটো-রিক্সা যোগে আটোয়ারী সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এস.এস.সি পরীক্ষা কেন্দ্রে আসছিল। প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানাগেছে, বেপরোয়া গতিতে অপর একটি অটো-রিক্সাও আটোয়ারী অভিমুখে আসছিল। এসময় উভয় অটো-রিক্সা গতির প্রতিযোগিতা শুরু করলে তোড়িয়া নাওগ নামক স্থানে পৌছলে পরীক্ষার্থী ভর্তি অটো-রিক্সাটি দূর্ঘটনা কবলিত হয়ে দুমড়ে মুচড়ে রাস্তার নীচে পড়ে। এতে আঞ্জুয়ারা বেগম, পিংকি আকতার, ইয়াসমিন আকতার, জেসমিন আক্তার, রুপনা বেগম ও নাজমুল হক নামের ৬ পরীক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত চিকিৎসা প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবীর জানান, আহত শিক্ষার্থীরা এস.এস.সি পরীক্ষার্থী জানতে পেরে জরুরী সেবা দিয়ে তাদেরকে কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ের জন্য কেন্দ্রে প্রয়োজনীয় মেডিক্যাল টীম পাঠানো হয়। কাটালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মোঃ আনোয়ার হোসেন জানান, পরীার্থীরা অটো-রিক্সা যোগে পরীক্ষার্থী কেন্দ্রে আসার সময় দূঘর্টার শিকার হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের পরীক্ষায় বসার ব্যবস্থা করা হয়। পরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে। পরীক্ষা কেন্দ্র সচিব ও আটোয়ারী সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক শরমিন পারভীন জানান, আহত অবস্থায় শিার্থীরা পরীায় অংশগ্রহণ করেছেন। তাদের দিকে আমাদের বিশেষ নজরদারী আছে। আহত পরীক্ষার্থীদের কথা চিন্তা করে জরুরী সেবা দেওয়ার জন্য দুটি মেডিকেল টিম কেন্দ্রে রাখা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন