শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কুড়িগ্রামে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা

কুড়িগ্রামে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা

কুড়িগ্রাম প্রতিনিধি:
‘শিশুর জন্য বিনিয়োগ করি, নিরাপদ ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০২৩ উপলে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিশুদের ভবিষ্যত বিষয়ক আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রাম সদর উপজেলা অফির্সাস কাব মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা এনসিটিএফ এর আয়োজনে প্লান ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় ও ইয়েস বাংলাদেশের সার্বিক তত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর মেয়র মো. কাজিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজার রহমান, ইয়েস বাংলাদেশের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার তাওহীদ-উল-তুসার প্রমুখ।
এ সময় কুড়িগ্রাম জেলা এনসিটিএফ সভাপতি মার্জিয়া মেধার সভাপতিত্ব ও চাইল্ড পার্লামেন্ট সদস্য সংগ্রামী ইলা বরণের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইয়েস বাংলাদেশ এর সভাপতি কে.এম রেজওয়ানুল হক নুরনবী।
আলোচনা সভা শেষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন