শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মামাবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে ১০ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র

মামাবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে ১০ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ফরিদপুরের মধুখালীতে ১০ দিন ধরে নিখোঁজ ১১ বছর বয়সী এক শিশু। শিশুটি মধুখালী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মালেকা চক্ষু হাসপাতালের পাশে অবস্থিত দারুল এহসান মাদ্রাসার শিক্ষার্থী। নিখোঁজ ওই শিশুর নাম মো. আব্দুল্লাহ আল মামুন (১১)। সে ফরিদপুরের বোয়ালমারি উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামের মো. জালাল শেখের ছেলে। নিখোঁজ আব্দুল্লাহর মামা মো. জসিম শেখ জানান, আব্দুল্লাহ আমাদের বাড়িতে থেকে মাদ্রাসাতে পড়ালেখা করত। গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সে নিজবাড়ি বোয়ালমারি থেকে মধুখালীর উদ্দেশ্যে বের হয়। কিন্তু সে মধুখালী আসেনি। তিনি বলেন, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। তাকে না পেয়ে আমার বোন নার্গিস বেগম বোয়ালমারি থানায় গত ১৪ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির তথ্য অনুযায়ী, শিশুটির গায়ের রং ফর্সা। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের ট্রাউজার ও শীতের জ্যাকেট। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, মাদ্রাসায় ওই শিশুটিকে মারপিট করা হতো বলে শিশুটি বাড়িতে এসে আর মাদ্রাসায় যেতে চায়নি। কিন্তু পরিবারের চাপে শিশুটিকে বাড়ি থেকে মাদ্রাসায় পড়তেই বাধ্য করা হয়েছে। তাই মনের ক্ষোভ থেকে সে কোথাও পালিয়ে থাকতে পারে। এটিকে আমাদের কাছে অপহরণ মনে হচ্ছে না। অতিদ্রুত আমরা তাকে উদ্ধার করতে পারব বলে আশাবাদী।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন