বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে প্রণোদনার বীজ ও সার পেলেন ৪৬২০ জন কৃষক!

আদমদীঘিতে প্রণোদনার বীজ ও সার পেলেন ৪৬২০ জন কৃষক!

এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৭আক্টোবর)১২ ঘটিকায় অফিস চত্বরে রবি/২০২৩-২৪ মৌসুমে গম, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর এবং খরিফ/২০২৩-২৪ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদনে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪৬২০ জন কৃষক-কৃষাণীদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম খান রাজু । অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মো. মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আবু রেজা খান, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. আব্দুল হক আবু, আদমদীঘি সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো. জিল্লুর রহমান, আদমদীঘি উপজেলা কৃষক লীগের সভাপতি জনাব মো. হামিম বাবু, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মো. জালাল উদ্দিন শেখ, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও আদমদীঘি উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দের মধ্যে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আমিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. তৌহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব ফারিহা তিলাত, দপ্তরের এসএপিপিও মো. সাইফুল ইসলাম, ১৯টি ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন।
উল্লেখ্য, ৫৫০ জন গম চাষীর প্রত্যেকে ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৩৫০ জন ভূট্টা চাষীর প্রত্যেকে ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৩৬০০ জন সরিষা চাষীর প্রত্যেকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৪০ জন শীতকালীন পেঁয়াজ চাষীর প্রত্যেকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৪০ জন মুগ চাষীর প্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ২০ জন মসুর চাষীর প্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি এবং ২০ জন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষীর প্রত্যেকে ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সারসহ অন্যান্য সুবিধা প্রদান করা হয়।

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন