শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে আবারো লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে আবারো লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সপ্তাহের ব্যবধানে আবারও লোকালয় থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ মে) সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর বিরাইমপুর এলাকা থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সকালে বিরাইমপুর এলাকায় একটি লজ্জাবতী বানর ঘুরাফেরা করতে দেখেন। পরে ছাত্রলীগ নেতা নাঈমুর রহমান নাহিদ ও ফেরদৌস হাসান রাসেল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে সেখানে গিয়ে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।  উদ্ধার হওয়া লজ্জাতী বানরটিকে বিকেলে বন বিভাগকে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত সপ্তাহে শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ আবাসিক এলাকা থেকে আরেকটি লজ্জাবতী বানর উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, লাউয়াছড়া বনে প্রাণীদের খাবারের সংকঠ দেখা দিয়েছে। এর ফলে খাবারের সন্ধ্যানে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন