মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফকিরহাটে আইসক্রীম কারখানায় জরিমানা ও সিলগালা

ফকিরহাটে আইসক্রীম কারখানায় জরিমানা ও সিলগালা

সুমন কর্মকার, ফকিরহাট (বাগেরহাট): বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর ও খুলনা র‌্যাব-৬ এর যৌথ অভিযানে নিউ ভিভো আইসক্রিম তৈরির কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
গতকাল সোমবার (১৯ জুন ) দুপুরে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন বিএসটিআই এর অনুমোদন না থাকায় নিউ ভিভো আইসক্রিম তৈরির কারখানাকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ভোক্তা অধিকার সংরণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অনুমোদনহীন আইসক্রীম সহ আইসক্রীম তৈরির মালামাল ঘটনাস্থলে ধ্বংস করা হয়। এসময় প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে বলে তিনি জানান।
অভিযোনে র‌্যাব-৬ এর সদর কোম্পানির স্কট কমান্ডার ফাইট লেফটেন্যান্ট মো. রাসেলের নেতৃত্বে র‌্যাব-৬ এর একটি আভিধানিক দল উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন