মৌলভীবাজারে তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়।
ইএলএমসি প্রকল্প ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনের সভায় সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় গঠিত কুলাউড়া এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপারর্সন মো. মইনুল ইসলাম শামীম।
এডভোকেসি নেটওয়ার্ক কমিটির রাজনগরের চেয়ারপারর্সন রিংকু চক্রবর্তী জয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে সামাজিক নিরীক্ষা ফলাফলের উপর প্রজেক্টর এর মাধ্যমে তথ্য উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর মোঃ শাহজাহান মিয়া।
অনুষ্ঠান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিক্ষক বিলকিস আক্তার, মৌলভীবাজার জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা শিশু মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার, চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান মো. আখতারুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় গঠিত এডভোকেছি নেটওয়ার্ক কমিটি (এএনসি) প্রায় ৩০ জন নেতৃবৃন্দ।