মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে ক্রিকেট প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

পার্বতীপুরে ক্রিকেট প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোহেল সানী: পার্বতীপুর ক্রিকেট প্রিমিয়ার লীগ (পিসিপিএল) টূর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের ঐতিহ্যবাহী জ্ঞানাঙ্কুর স্কুল মাঠে পার্বতীপুর ক্রিকেটার্স কাব আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুর পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, রুখসানা বারী রুকু ও পার্বতীপুর ক্রিকেট প্রিমিয়াম লীগের পরিচালক আবু সাঈদ প্রমুখ। ফাইনাল খেলায় বর্ষা ট্রেডার্স পার্বতীপুর প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। পরে ১৫ ওভারের মধ্যে ১৩ ওভারে ৫ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৮১ রান সংগ্রহ করে রশিদ এন্ড সল্স পার্বতীপুর। ৩৩ বলে ৭৯ রান সংগ্রহ করে দলীয় অধিনায়ক মো: লিটন ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন রশিদ এন্ড সল্স পার্বতীপুর। টূর্নামেন্টে উপজেলার ১০টি দল অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ৬০ হাজার টাকা ও রার্নারআপ দলকে ৪০ হাজার টাকা প্রাইজমানি হিসেবে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। ২০২২ সালের ১০ ডিসেম্বর এ খেলা শুরু হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন