শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

হোমনায় মরিচ ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; গ্রেফতার ১

হোমনায় মরিচ ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; গ্রেফতার ১

মো.কামাল হোসেন, হোমনা (কুমিল্লা) সংবাদাতা
হোমনায় মরিচ ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে মো. ওসমান গণি (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোর সাতটার দিকে উপজেলার মাধবপুর গ্রামে এ হত্যাকন্ডের ঘটনা ঘটে। নিহত ওসমান গণি মাদবপুর গ্রামের মৃত মো. তোফাজ্জল হোসেনের ছেলে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা একই গ্রামের হোসেন মিয়ার ছেলে মহিউদ্দিনকে গ্রেফতার করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী, শান্তি বেগম বলেন, সকালে ওসমান গণি চাচার মুরগি বলে মহিউদ্দিন মরিচ ক্ষেতে গেছে, এই নিয়ে মহিউদ্দিন ওসমান গণি চাচার বাড়িতে এসে অনেক বকাঝঁকা করে। এরই এক পর্যায়ে মহিউদ্দিন ওসমান গণি চাচাকে কিলঘুষি মারতে থাকে, সাথে সাথে মহিউদ্দিনের বাবা মা ভাইয়েরাও এসে ওসমান চাচাকে মারতে থাকে। এ সময় আমি ছুটাতে গেলে আমাকেও তারা কিল-ঘুষি মারে এবং টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দেয়।
নিহতের ছোট ভাই ইউনুছ মিয়া বলেন, আমার ভাইয়ের তিন ছেলে, তিন মেয়ে, ভাতিজারা ঢাকায় থাকেন, ভাতিজিরা শশুর বাড়িতে আর ভাবি বেড়াতে কলাকান্দি গেছে। আজ সকালে ভাই একাই বাড়িতে ছিলেন। জায়গা জমি নিয়ে অনেক আগে থেকেই আমার ভাইয়ের সাথে মহিউদ্দিনদের শত্রুতা আছে। আজ বাড়িতে কেউ না থাকায় একা পেয়ে তারা ভাইকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে আমরা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। হাসপাতালে কিছুক্ষণ পরেই ওসমান ভাই মারা যায়। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন,খবর শুনে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ঘটনার মূল হোতা মহিউদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। হোমনা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মীর মহসিন মাসুদ রানা বলেন, লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপাারে মামলা প্রক্রিয়াধীন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন