উলিপুরে ৩শত জন বানভাসি মানুষের মাঝে খাদ্য বিতরণ
উলিপুর,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৩শত জন বানভাসি মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বেগমগঞ্জ ইউনিয়ন, সাহেবের আলগা ইউনিয়নের হকের চর ও নামাজের চরে ৩শত জন বানভাসি মানুষের প্রতিজনকে ৫কেজি চাল, ১কেজি চিড়া, হাফ কেজি মুড়ি, ১কেজি গুড়, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া, সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান জানান, বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। আমাদের পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে, কোন সংকট নেই। সার্বক্ষণিক পানিবন্দি মানুষের খোঁজখবর নেয়া হচ্ছে।