বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

লালমনিরহাটে ইন্স্যুরেন্সের আড়ালে অসামাজিক কার্যকলাপ-আটক ৪

লালমনিরহাটে ইন্স্যুরেন্সের আড়ালে অসামাজিক কার্যকলাপ-আটক ৪
 মোঃ লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এনআরবি ইন্স্যুরেন্স কোম্পানীর ব্যানার সাঁটিয়ে অসামাজিক কার্যকলাপের অপরাধে মুলহোতা যুবলীগ নেতাসহ  ৪জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১১ জুলাই  দুপুরে আদিতমারী উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের মাষ্টার পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার পলাশী ইউনিয়নের টেপা পলাশী গ্রামের কফিল উদ্দিনের ছেলে মুলহোতা ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সম্পাদক এরশাদ হোসেন (৪২), একই ইউনিয়নের দেওডোবা গ্রামের এরশাদ আলীর স্ত্রী মাসুমা ইয়াসমিন (৩৫), বাওয়াইর চওড়া গ্রামের খৈমুদ্দিনের স্বামী পরিত্যাক্তা মেয়ে ফিরোজা বেগম (৪৫) ও ঢাকা গাজিপুরের চন্দ্রা এলাকার আকাশের স্ত্রী বর্ষা বেগম (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান,ওই উপজেলার চন্দনপাট গ্রামের মনসুর উদ্দিন আদিতমারী উপজেলা  সদরের মাষ্টার পাড়া এলাকায় বাসা করে ভাড়া দেন। যা তত্ত্বধান করেন তার বন্ধু পশ্চিম দৌলজোর দাখিল মাদরাসার শিক্ষক সিরাজুল ইসলাম। নির্জন এলাকার ৪ রুমের বাসাটি পুরোটা চলতি মাসে ভাড়া নেন মাসুমার স্বামী এরশাদ আলী। সেখানে এনআরবি ইসলামীক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী আদিতমারী শাখা অফিস হিসেবে সাইন বোর্ড সাঁটানো হয়। নামে ইন্স্যুরেন্স কোম্পানী হলেও ভিতরে চলত যুবলীগ নেতা এরশাদ হোসেনের নেতৃত্বে অসামাজিক কার্যকলাপ ও মদের আসর। এমন সন্দেহে স্থানীয়রা পুলিশে খবর দিলে আদিতমারী থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ ও ৩ জন নারীকে আটক করে। ইন্স্যুরেন্স অফিস হলেও সেখানে কার্যক্রমের কোন নমুনা পেলেও অসামাজিক কাজের নমুনা সংগ্রহ করেছে পুলিশ। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে  পুলিশ।
উক্ত বাসার তত্ত্ববধায়ক মাদরাসা শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, তারা ইন্স্যুরেন্সের অফিস করতে পুরো বাসা ভাড়া নিয়েছিল মুল মালিকের সাথে ফোনে কথা বলে। তবে তাদের সাথে কোন চুক্তিপত্র হয়নি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম রফিক বলেন, আটককৃতদের সকলে ইতিপুর্ব থেকে  অসামাজিক কাজে জড়িত ছিলেন। তারা ইন্স্যুরেন্স কোম্পানীর ব্যানার লাগিয়ে নির্জন এ বাসা ভাড়া নিয়ে চালাত অসামাজিক কার্যক্রম। তদন্ত করে আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন