বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফুলবাড়ীতে চার শিক্ষকের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

ফুলবাড়ীতে চার শিক্ষকের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

 ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :  কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দুইজন সহকারী ও দুইজন প্রধান শিক্ষককে ব্যাপক সাজসজ্জা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। আজ রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর দুইটায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ব্যতিক্রমী বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী শিক্ষকগণ হলেন, উপজেলার বালাতাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিয়ার রহমান, পশ্চিম বালাতাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তৈয়ব আলী, একই বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, ও পুর্ব কুরুষা ফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আবুল ফাত্তাহ। চলতি বছরের বিভিন্ন সময় তাঁরা চাকুরী থেকে অবসর গ্রহন করেন। তাঁদের বর্ণাঢ্য চাকুরী জীবনের শেষে বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতে নাওডাঙ্গা ইউনিয়নের ১৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা আয়োজন করেন বর্ণাঢ্য বিদায়ী অনুষ্ঠানের। অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আশরাফুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা খবির উদ্দিন, ইউপি সদস্য আয়াজ উদ্দিন আমন্ত্রিত অতিথি ছিলেন। বিদায়ী শিক্ষক মতিয়ার রহমান ও আবুল ফাত্তাহ বলেন, চাকুরী জীবনের শেষে এমন বর্নিল বিদায় সংবর্ধনা পেয়ে আমরা সত্যিই মুগ্ধ। আমাদের বিদায় মুহুর্তের দু:খ ভারাক্রান্ত হৃদয় আজ আনন্দে ভরে গেছে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে এবং নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদা খন্দকার ও সহকারী শিক্ষক শামিমা জাহানের সঞ্চালনায় বিদায়ী আলোচনা সভায় সহাকারী শিক্ষক আশরাফুল ইসলাম, জাহিদুল ইসলাম, তৈয়ব আলী, প্রধান শিক্ষক আইয়ুব আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকগণকে পর্যাপ্ত উপহার, উপঢৌকন সহ সুসজ্জিত মাইক্রোবাস যোগে নিজ নিজ বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন