উলিপুরে জানালার গ্রিল কেটে স্বর্ণের দোকান চুরি
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জানালার গ্রিল কেটে
স্বর্ণের দোকান চুরি হয়েছে। (০৩ জুন) দিবাগত রাতে উলিপুর শহরের কাচারী পাড়া উলিপুর কিন্ডারগার্টেন মোড়ে শ্রী শ্রী লক্ষ্মী জুয়েলার্স এর দোকানে এই ঘটনা ঘটে। চুরি হওয়া দোকানের মালিক বিশ্বজিৎ রায় ঘটনাটি উলিপুর থানায় জানালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
চুরি হওয়া দোকানের মালিক বিশ্বজিৎ রায় জানান, গত শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় তিনি দোকানে আসেননি। গত বৃহস্পতিবার সরাদিন দোকান করে রাতে দোকান বন্ধ করে বাসায় যান। শনিবার সকালে প্রতিদিনের মতো দোকানে এসে দেখে ভিতরের সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে এবং দোকানের পিছনে জানালার গ্রিল কাটা। পরে দেখেন দোকানের প্রায় ২ভরি স্বর্ণ, ৪০ রৌপ্য ও ১৪ থেকে ১৫টি স্বর্ণের নাক ফুল নেই।
ঘটনাস্থল পরিদর্শনে আসা উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। চুরির বিষয়টি খতিয়ে দেখছি।