কুড়িগ্রামের রাজারহাটে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই কন্যা শিশুর
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে পুকুরের পানিতে ডুবে ফারজানা আক্তার (২) ও লুফা মনি (৩) নামে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিসামত গোবধা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা আক্তার ও লুফা মনি চাচাতো জ্যাটাত বোন বলে জানা গেছে। শিশু দুটির ওই গ্রামের ফারুক হোসেন ও রাশেদুল ইসলামের মেয়ে। পুলিশ ও পরিবারের লোকজন জানান, নিহত ওই দুই শিশু বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অজান্তেই বাড়ির সামনের পুকুরে পানিতে ডুবে যায়। পরে তাদেরকে কোথাও খুঁজে না পেয়ে এক শিশুর দাদি আশপাশে খোঁজা খুঁজি শুরু করেন। একপর্যায়ে কোথাও না পেয়ে তিনি তার বাড়ির সামনের পুকুরে একটি শিশু’র মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে পুকুর থেকে ফারজানা ও লুফা মনির মরদেহ উদ্ধার করেন। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।