পীরগঞ্জে বিশ্ব মেরিটাইম ডে পালন
প্রতিনিধি, পীরগঞ্জ (রংপুর):
রংপুরের পীরগঞ্জে গতকাল রবিবার সকালে বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর-এর উদ্যোগে বিশ্ব মেরিটাইম ডে পালন করা হয়েছে।
এ উপলক্ষে বর্ণিত মেরিন একাডেমির অডিটোরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
মেরিন একাডেমির কমান্ডেন্ট ক্যাপটেন শফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেরিন একাডেমির চীফ ইঞ্জিনিয়ার রকিবুল ইসলাম, চট্টগ্রাম মেরিন একাডেমির ক্যাপ্টেন মেরিনার-আনামুল হক, সিনিয়র ক্যাডেট মেহেরাব মাহমুদ, সাহাদত হোসেন সৈকত, আরাফ ফেরদৌস আপন, জুনিয়র ক্যাডেট- রাহাত আহমেদ, তৌফিক, সাইফ মাহমুদ।
এসময় রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী, র্যাব-১৩ এর সিইও আরাফাত হোসেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান, থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে মেরিন একাডেমির পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয় এবং প্রধান অতিথি কৃতি ক্যাডেটদের হাতে পুরষ্কার তুলে দেন। আলোচনা সভা শেষে বিশ্ব মেরিটাইম ডে উপলক্ষে কেক কর্তন করা হয়।