বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে গরু চুরির প্রবণতা দিন দিন বেড়েই চলেছে

আদমদীঘিতে গরু চুরির প্রবণতা দিন দিন বেড়েই  চলেছে

এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘিতে গরু চুরির প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। গরু চুরির ঘটনায় উপজেলার কৃষকরা এখন চরম আতঙ্কে রয়েছে। গরু চুরি বেড়ে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে অনেকেই রাত জেগে গরু পাহারা দেওয়া শুরু করেছেন। উপজেলার বিভিন্ন গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। গত কয়েক দিনে উন্নতজাতের তিনটি গর্ভবর্তী গাভী চুরি হয় এবং চুরি করে পালানোর সময় জনতা ৬টি গরু উদ্ধার করে। জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাতে আদমদীঘির মুরইল তালুকদারপাড়ার মামুনুর রশিদ তালুকদারের সাঁওইল সড়কের তার তেলের মিলের পাশে গোয়াল ঘর থেকে চোরেরা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের একটি উন্নতজাতের গর্ভবতী গাভী গরু চুরি করে নিয়ে যায়। এর কয়েক দিন পূর্বে শিয়ালশন গ্রামের চাতাল ব্যবসায়ী আব্দুল গফুরের চাতাল সংলগ্ন গোয়াল ঘর থেকে বিদেশী জাতের প্রায় লক্ষাধিক টাকা মূল্যের একটি গর্ভবতী গাভী গরু ও আদমদীঘি উপজেলার সামনে থেকে হোটেল ব্যবসায়ী মকবুল হোসেনেরও একটি উন্নতজাতের গর্ভবতী গাভী গরু চুরি যায়। এছাড়া উপজেলার সালগ্রাম,মঙ্গলপুর গ্রাম থেকে গরু চুরি করে পালানোর সময় জনতার ধাওয়ার মুখে পৃথক বাছুর গরুসহ ৬টি গরু মাঠে ছেড়ে চোরেরা পালিয়ে যায়। উপজেলায় গরু চুরির প্রবণতা বেড়ে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে অনেকেই রাত জেগে গোয়াল ঘর পাহারা দিতে শুরু করেছে। মকবুল হোসেন জানান, তিনি অনেক কষ্টে গরু লালন পালন করছিলেন। কিন্ত চোরেরা তার স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। এ ব্যাপারে আদমদীঘি থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গরু চুরির ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগে সত্যতা পেলে তদন্তে সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন