সান্তাহারে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার
এএফএম মমতাজুর রহমান আদমদীঘি ( বগুড়া ) প্রতিনিধি:
বগুড়ার সান্তাহারে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম রশি, ছোড়া, হাসুয়া, বাঁশের লাঠি, লোহার রড, হাতুড়ি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা।
গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ জেলার সদর উপজেলার জাগেশ্বর হঠাৎপাড়া গ্রামের মৃত জব্বার মণ্ডলের ছেলে দুলাল মন্ডল (৩৫) ও কিত্তীপুর বদির উদ্দিন ফকিরের ছেলে আজাদুল ইসলাম (৪৪) এবং হাট নওগাঁ মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আজিজুল হক খোকন (৪২)
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, সোমবার রাত ১১ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেব পাড়া পরিত্যক্ত রেস্ট হাউজের সামনে বেশ ক’জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম ৩টি রশি, ১টি ছোড়া, ১টি হাসুয়া, ১টি বাঁশের লাঠি, ৪টি লোহার রড, ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।