পরবর্তী প্রজন্মের এইচ৩ রকেটের উৎক্ষেপণ সফল হয়েছে : জাপান
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : জাপানের মহাকাশ সংস্থা শনিবার তাদের এইচ৩ রকেটের উৎক্ষেপণ সফল হওয়ার ঘোষণা দিয়েছে। তৃতীয় দফায় তাদের এ পদক্ষেপ সফল হলো। এরআগে দুইবার টোকিও’র এ রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়। এ জন্য তাদেরকে কয়েক বছর ধরে অপেক্ষা করতে হয়। জেএএক্সএ কর্মকর্তা বলেন, এইচ৩ রকেট ‘কক্ষপথে স্থাপন করা হয়েছে। জেএএক্সএ এবং মিতসুবিশি হেভি ইন্ড্রাস্টির যৌথভাবে তৈরি করা এইচ৩ রকেট হলো এইচ-২এ লঞ্চ সিস্টেমের উত্তরসূরি যা ২০০১ সালে উদ্ভাবন করা হয়। এজেন্সির সরাসরি ধারা বিবরণীতে রকেটটির ইঞ্জিন সফলভাবে প্রজ্জ্বলিত হওয়ায় এটি কক্ষপথে উঠে গেছে বলে ঘোষণা করার পরপরই জেএএক্সএর নিয়ন্ত্রণ কেন্দ্রে উল্লাস ও করতালি শোনা যায়। আগে দুইবার উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর এবার এইচ৩ এর প্রজ্জলন পদ্ধতির উন্নতি করা হয়েছিল। রকেটটি ছোট আকারের দুটি স্যাটেলাইট বহন করে। এ দুটি স্যাটেলাইটের একটি বিভিন্ন ছবি তুলে পাঠাবে যা দুর্যোগ প্রতিরোধে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। ইনফারেড রশ্মি শনাক্ত করার জন্য অন্য স্যাটেলাইটে একটি সেন্সর যুক্ত করা হয়েছে।