শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কলাপাড়ায় শ্রমিক লীগ নেতা জুয়েলকে হত্যার পর দুই ঘর কুপিয়ে তছনছ,  চারটি ঘর লুট

কলাপাড়ায় শ্রমিক লীগ নেতা জুয়েলকে হত্যার পর দুই ঘর কুপিয়ে তছনছ,  চারটি ঘর লুট

কলাপাড়া প্রতিনিধি  পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমিক লীগের সহসভাপতি জুয়েল প্যাদাকে হত্যার পর তার ও স্বজনের চারটি পরিবারের সদস্যদের গৃহছাড়া করেছে মামলার আসামিরা। মামলার আসামিরা জামিনে এসে এখন মামলা তুলে নেয়ার হুমকি দিয়ে দুটি বাড়ি কুপিয়ে সব মালামাল তছনছ করে। চারটি বাড়ির মালামাল ও পুকুরের মাছ পর্যন্ত  লুট করে নেয়। কলাপাড়া থানা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গত ১৭ ফেব্রুয়ারি রাতে খোকন ও তুহিন প্যাদার ঘরে কুপিয়ে তছনছ করে মালামাল লুট করলেনও পুলিশ ঘটনাস্থলে যেতে পারেনি। এর আগে জুয়েলের স্বজন সিদ্দিকুর রহমান, খোকন, তুহিন ও মধুর ঘরে হামলা করে মালামাল লুট করে নেয়। সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত জুয়েল প্যাদার স্ত্রী মনিরা বেগম তাদের পরিবারের উপর ঘটে যাওয়া এ নির্যাতনের কথা জানান।তিনি বলেন, জুয়েল হত্যা মামলার আসামী মিজানুর রহমান, বশির চৌকিদার, সোহেল হাওলাদার,  দেলোয়ার মৃধা, শিপন চৌকিদার,  ইদ্রিস প্যাদার নেতৃত্ব সন্ত্রাসীরা এ হামলা ও লুটপাট চালায়।  তাদের নির্যাতনে চারটি পরিবারের ১৯ সদস্য ঘরবাড়ি ছেড়ে জীবন বাঁচাতে এখন কলাপাড়া ও চট্টগ্রামে অবস্থান নিয়েছে।  তাদের আর্তি দফায় দফায় এ হামলা ও লুটপাট চললেও পুলিশ এখন পর্যন্ত ঘটনাস্থলে যায়নি।  থানায় অভিযোগ দায়ের করতে এলেও তারা অভিযোগ গ্রহণ করেনি। জুয়েলের মতো তারাও এখন জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন বলে জানান। এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,  আলী আহমেদ জানান, বসত ঘরে হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পরিদর্শণ করে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি।  আর এ বিষয়ে এখনও থানায় অভিযোগ দায়ের হয়নি বলে জানান।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন